যিরমিয় 13:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 তাহাতে আমি সদাপ্রভুর বাক্যানুসারে এক পটিকা ক্রয় করিলাম, ও আমার কটিদেশে বাঁধিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 তাতে আমি মাবুদের কালাম অনুসারে এই অন্তর্বাস ক্রয় করলাম ও আমার কোমরে পরলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 তাই আমি সদাপ্রভুর আদেশ অনুসারে একটি কোমরবন্ধ কিনলাম ও আমার কোমরে জড়িয়ে নিলাম। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কাজেই আমি কটিবন্ধনী কিনে এনে পরলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 তাহাতে আমি সদাপ্রভুর বাক্যানুসারে এক পটিকা ক্রয় করিলাম, ও আমার কটিদেশে বাঁধিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 সুতরাং আমি একটি কটি বস্ত্র কিনে আনলাম। প্রভুর কথা মতো কোমরে জড়িয়ে নিলাম। অধ্যায় দেখুন |