যিরমিয় 12:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আর তাহারা যদি যত্নপূর্বক আমার প্রজাদের পথ শিখে, এবং যেমন বালের নামে শপথ করিতে আমার প্রজাদিগকে শিক্ষা দিত, তেমনি যদি জীবন্ত সদাপ্রভুর দিব্য বলিয়া আমার নামে শপথ করে, তবে তাহারা আমার প্রজাদের মধ্যে সংগ্রথিত হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর তারা যদি যত্নপূর্বক আমার লোকদের পথ শিখে এবং যেমন বালের নামে শপথ করতে আমার লোকদেরকে শিক্ষা দিত, তেমনি যদি জীবন্ত মাবুদের কসম বলে আমার নামে শপথ করে, তবে তারা আমার লোকদের মধ্যে একীভূত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 তারা যদি ভালোভাবে আমার প্রজাদের জীবনাচরণ শেখে এবং আমার নামে এই কথা বলে শপথ করে, ‘জীবন্ত সদাপ্রভুর দিব্যি,’ যেভাবে একদিন তারা বায়াল-দেবতার নামে আমার প্রজাদের শপথ করতে শিখিয়েছিল, তাহলে তখন তারা আমার প্রজাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 যদি তারা সর্বান্তঃকরণে আমার প্রজাদের অনুসৃত ধর্মপথে চলে এবং একসময় যেভাবে তারা আমার প্রজাদের বেলদেবের নামে শপথ নিতে শিখিয়েছিল, সেইভাবে তারা ‘জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য’ এই বলে যদি শপথ গ্রহণ করে, তবে তারাও আমার প্রজাদের একটি অংশ হবে এবং সমৃদ্ধিলাভ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর তাহারা যদি যত্নপূর্ব্বক আমার প্রজাদের পথ শিখে, এবং যেমন বালের নামে শপথ করিতে আমার প্রজাদিগকে শিক্ষা দিত, তেমনি যদি জীবন্ত সদাপ্রভুর দিব্য বলিয়া আমার নামে শপথ করে, তবে তাহারা আমার প্রজাদের মধ্যে সংগ্রথিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 আমি চাই তারা ভাল করে শিক্ষা নিক। অতীতে তারা আমার লোকেদের বাল মূর্ত্তির নামে প্রতিশ্রুতি নিতে শিখিয়েছিল। এখন আমি চাই তারা তাদের নতুন শিক্ষা একই ভাবে পাক। আমি চাই তারা আমার নাম ব্যবহার করতে শিখুক। আমি চাই তারা বলুক, ‘যেমন প্রভু আছেন।’ যদি ওরা এরকম করে তাহলে ওরা সাফল্য পাবে এবং আমি ওদের আমার লোকদের সঙ্গে থাকতে দেব। অধ্যায় দেখুন |