যিরমিয় 10:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 লোকে তাহা রৌপ্য ও সুবর্ণে অলঙ্কৃত করে; এবং যেন না নড়ে, তজ্জন্য হাতুড়ি দিয়া প্রেক মারিয়া তাহা দৃঢ় করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 লোকে তা রূপা ও সোনা দিয়ে অলঙ্কৃত করে; এবং যেন না নড়ে, সেজন্য হাতুড়ি দিয়ে প্রেক মেরে তা দৃঢ় করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তারা সোনা ও রুপো দিয়ে তা অলংকৃত করে, হাতুড়ি ও পেরেক দিয়ে তারা সুদৃঢ় করে, যেন তা নড়ে না যায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 খচিত হল স্বর্ণ রৌপ্যে। লৌহ শলাকায় গেঁথে দেওয়া হল সেটি যাতে তার পতন না ঘটে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 লোকে তাহা রৌপ্য ও সুবর্ণে অলঙ্কৃত করে; এবং যেন না নড়ে, তজ্জন্য হাতুড়ি দিয়া প্রেক মারিয়া তাহা দৃঢ় করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সেই মূর্ত্তিকে সুন্দর করে তোলার জন্য কাঠের মূর্ত্তিতে সোনা রূপো লাগিয়েছে। তারপর সেই মূর্ত্তিরা যাতে পড়ে না যায় তার জন্য তারা হাতুড়ি ও পেরেকের সাহায্যে তাদের মাটিতে আবদ্ধ করেছে। অধ্যায় দেখুন |