যিরমিয় 10:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আমার তাম্বু বিনষ্ট হইল; আমার সমস্ত রজ্জু ছিঁড়িয়া গেল; আমার সন্তানগণ আমার নিকট হইতে প্রস্থান করিল, তাহারা আর নাই। আমার তাম্বু পুনর্বার টাঙ্গাইতে ও আমার যবনিকা ঝুলাইতে একজনও নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আমার তাঁবু বিনষ্ট হল; আমার সমস্ত দড়ি ছিঁড়ে গেল, আমার সন্তানেরা আমার কাছ থেকে প্রস্থান করলো, তারা আর নেই। আমার তাঁবু পুনর্বার টাঙ্গাতে ও আমার পর্দা ঝোলাতে এক জনও নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 আমার তাঁবু ধ্বংস হয়েছে, এর সব দড়ি ছিঁড়ে গেছে। আমার ছেলেরা আমার কাছ থেকে চলে গেছে, তারা আর নেই; আমার তাঁবু স্থাপন করার জন্য বা আমার আশ্রয়স্থান প্রতিষ্ঠা করার জন্য কেউই আর নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 বিধ্বস্ত হয়েছে আমাদের আবাস, রজ্জুগুলি হয়েছে ছিন্ন, আমাদের সন্তানেরা কে কোথায় চলে গেছে, বাকি কেউ নেই যে আমাদের শিবিরগুলি আবার স্থাপন করবে, আর কেউ নেই শিবিরের পর্দাগুলিকে টাঙ্গাবে আবার! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আমার তাম্বু বিনষ্ট হইল; আমার সমস্ত রজ্জু ছিঁড়িয়া গেল; আমার সন্তানগণ আমার নিকট হইতে প্রস্থান করিল, তাহারা আর নাই। আমার তাম্বু পুনর্ব্বার টাঙ্গাইতে ও আমার যবনিকা ঝুলাইতে এক জনও নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 আমার তাঁবু ধ্বংস হয়ে গিয়েছে। তাঁবুর সমস্ত দড়ি ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আমার সন্তানরা আমায় ত্যাগ করে চলে গিয়েছে। আমার তাঁবু খাটিয়ে দেবার জন্য কোন লোক নেই। আমাকে স্থায়ী একটা আস্তানা গড়ে দেবার জন্যও কেউ নেই। অধ্যায় দেখুন |