যিরমিয় 10:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 সদাপ্রভু এই কথা কহেন, তোমরা জাতিগণের ব্যবহার শিখিও না, আকাশের নানা চিহ্ন হইতে ভীত হইও না; বাস্তবিক জাতিগণই তাহা হইতে ভীত হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 মাবুদ এই কথা বলেন, তোমরা জাতিদের ব্যবহার শিখো না, আসমানের নানা চিহ্নকে ভয় পেয়ো না; বাস্তবিক জাতিরাই তা থেকে ভীত হয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা জাতিগণের আচার-আচরণ শিখো না, কিংবা আকাশের বিভিন্ন চিহ্ন দেখে ভয় পেয়ো না, যদিও জাতিগুলি সেগুলির জন্য আতঙ্কগ্রস্ত হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 তিনি বলেন, অনুসরণ করো না অপর জাতির পথ, বিচলিত হয়ো না আকাশে অদ্ভুত লক্ষণ দেখে, অন্যান্য জাতি আতঙ্কিত হয়, হোক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 সদাপ্রভু এই কথা কহেন, তোমরা জাতিগণের ব্যবহার শিখিও না, আকাশের নানা চিহ্ন হইতে ভীত হইও না; বাস্তবিক জাতিগণই তাহা হইতে ভীত হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 প্রভু যা বলেছেন তা হল: “ভিন দেশীয়দের মতো বাস কোরো না। আকাশে বিশেষ চিহ্ন দেখে ভীত হয়ো না। অন্য দেশের লোকেরা এই চিহ্ন দেখে ভীত। কিন্তু তোমরা এসব দেখে ভয় পেয়ো না। অধ্যায় দেখুন |