যাত্রাপুস্তক 9:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 তখন বৃষ্টি, শিলাপাত ও মেঘগর্জন নিবৃত্ত দেখিয়া ফরৌণ আরও পাপ করিলেন, তিনি ও তাঁহার দাসগণ আপন আপন হৃদয় ভারী করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 তখন বৃষ্টি, শিলাবর্ষণ ও মেঘ-গর্জন নিবৃত্ত হল দেখে ফেরাউন আরও গুনাহ্ করলেন, তিনি ও তাঁর কর্মকর্তারা নিজ নিজ অন্তর কঠিন করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 ফরৌণ যখন দেখলেন যে বৃষ্টি ও শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ পড়া বন্ধ হয়েছে, তখন আবার তিনি পাপ করলেন: তিনি ও তাঁর কর্মকর্তারা তাঁদের হৃদয় কঠিন করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 বিপদ কেটে গেছে দেখে ফারাও আবার দুষ্কর্মে লিপ্ত হলেন, তিনি ও তাঁর পারিষদবর্গ আবার নির্বুদ্ধিতার পরিচয় দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 তখন বৃষ্টি, শিলাপাত ও মেঘগর্জ্জন নিবৃত্ত দেখিয়া ফরৌণ আরও পাপ করিলেন, তিনি ও তাঁহার দাসগণ আপন আপন হৃদয় ভারী করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 যখন ফরৌণ দেখলেন বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি থেমে গিয়েছে তখন তিনি আবার ভুল করলেন। তিনি ও তার কর্মচারীরা জেদী হয়ে গেল। অধ্যায় দেখুন |