যাত্রাপুস্তক 9:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর যে কেহ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস ও পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর যে মাবুদের কালামে মনোযোগ দিল না সে তার গোলাম ও পশুদেরকে ক্ষেতে থাকতে দিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 কিন্তু যারা সদাপ্রভুর বাক্য উপেক্ষা করল, তারা তাদের ক্রীতদাস-দাসীদের ও গৃহপালিত পশুপাল মাঠেঘাটেই ছেড়ে দিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 অন্যেরা অবশ্য প্রভু পরমেশ্বরের কথা গ্রাহ্য করল না। তারা তাদের পশুপাল ও ক্রীতদাসদের বাইরে খোলা মাঠেই থাকতে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর যে কেহ সদাপ্রভুর বাক্যে মনোযোগ করিল না, সে আপন দাস ও পশুদিগকে ক্ষেত্রে থাকিতে দিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 কিন্তু যে সব কর্মচারীরা প্রভুর বার্তা অগ্রাহ্য করেছিল তারা তাদের ক্রীতদাসদের ও পশুদের মাঠে রেখে দিল। অধ্যায় দেখুন |