যাত্রাপুস্তক 8:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর তোমার, তোমার প্রজাদের ও দাসগণের অঙ্গে ভেক উঠিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর তোমার, তোমার লোকদের ও তোমার সমস্ত কর্মকর্তাদের উপরে ব্যাঙ উঠবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 ব্যাংগুলি তোমার গায়ে ও তোমার প্রজাদের এবং তোমার সব কর্মকর্তার গায়ে উঠে আসবে।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তোমার এবং তোমার পারিষদ ও প্রজাদের গায়ে ব্যাঙ লাফিয়ে উঠতে থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর তোমার, তোমার প্রজাদের ও দাসগণের অঙ্গে ভেক উঠিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তোমাদের চারিদিকে ব্যাঙরা ঘুরে বেড়াবে। তোমার সভাসদগণ, তোমার লোকদের এবং তোমার গায়েও ব্যাঙ ছেঁকে ধরবে।’” অধ্যায় দেখুন |