Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 6:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 মরারির সন্তান মহলি ও মূশি; ইহারা বংশাবলি অনুসারে লেবির গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 মরারির সন্তান মহলি ও মূশি; এরা বংশ-তালিকা অনুসারে লেবির গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 মরারির ছেলেরা: মহলি ও মূশি। তাঁদের নথি অনুসারে এরাই লেবির বিভিন্ন গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 মরারির সন্তান: মহলি ও মুশি। বংশাবলি অনুসারে এঁরা লেবির গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 ইহারা বংশাবলি অনুসারে লেবির গোষ্ঠী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 মরারির দুই পুত্র হল মহলি ও মুশি। এই প্রত্যেকটি পরিবারের প্রথম পূর্বপুরুষ ছিল ইস্রায়েলের সন্তান লেবি।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 6:19
7 ক্রস রেফারেন্স  

মরারির পুত্র মহলি ও মূশি। মহলির পুত্র ইলিয়াসর ও কীশ।


মরারির সন্তান মহলি ও মূশি। আপন আপন পিতৃকুলানুসারে এই সকল লেবীয়দের গোষ্ঠী।


আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী।


মূশির পুত্র মহলি, এদর ও যিরেমোৎ, এই তিন জন।


লেবির সন্তানদের নাম গের্শোন, কহাৎ ও মরারি।


আর মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ হইতে বারোটি নগর পাইল।


মরারির পুত্র মহলি ও মূশি; যাসিয়ের পুত্র বিনো।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন