যাত্রাপুস্তক 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তোমরা যেখানে পাও, সেখানে গিয়া খড় সংগ্রহ কর; কিন্তু তোমাদের কার্য কিছুই কম হইবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তোমরা যেখানে পাও, সেখানে গিয়ে খড় সংগ্রহ কর; কিন্তু তাতে তোমাদের কাজ একটুও কমিয়ে দেওয়া হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 যাও, যেখান থেকে পারো তোমাদের খড় নিয়ে এসো, কিন্তু তোমাদের কাজকর্ম কোনোমতেই কম করা হবে না।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তোমরা নিজেরা যেখান থেকে পার খড় জোগাড় করে নাও, তোমাদের ইঁট তৈরীর বরাদ্দ কিন্তু কমানো হবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আপনারা যেখানে পাও, সেইখানে গিয়া পলাল সংগ্রহ কর; কিন্তু তোমাদের কার্য্য কিছুই কম হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 এবার থেকে তোমরা নিজেরা খড় জোগাড় করে আনবে। সুতরাং যাও গিয়ে খড় জোগাড় করো। কিন্তু ইঁট তৈরির পরিমাণ আগের মতোই রাখতে হবে। খড় জোগাড়ের নাম করে কম ইঁট তৈরি করলে চলবে না।” অধ্যায় দেখুন |