যাত্রাপুস্তক 40:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 আর সমাগম-তাম্বু ও বেদির মধ্যে প্রক্ষালন-পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আর জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্র মধ্যে ধোবার পাত্র রেখে তার মধ্যে পানি দেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সমাগম তাঁবু ও বেদির মাঝখানে গামলাটি এনে রাখো এবং তাতে জল ভরে দাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 এবং সম্মিলন শিবির ও হোম বেদীর মাঝখানে প্রক্ষালনপাত্রটি স্থাপন করে সেটি জলে পূর্ণ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আর সমাগম-তাম্বু ও বেদির মধ্যে প্রক্ষালন পাত্র রাখিয়া তাহার মধ্যে জল দিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 হাতমুখ ধোওযার জন্য পাত্রটিতে জল রেখে সেটি সমাগম তাঁবু ও বেদীর মাঝখানে রাখো। অধ্যায় দেখুন |