যাত্রাপুস্তক 40:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 আর সমাগম-তাম্বুরূপ আবাসের দ্বারের সম্মুখে হোমবেদি রাখিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর জমায়েত-তাঁবুরূপ শরীয়ত-তাঁবুর দরজার সম্মুখে পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্ রাখবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 “সমাগম তাঁবুর, সেই আবাসের প্রবেশদ্বারের সামনে হোমবলির বেদিটি এনে রাখো; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সম্মিলন শিবিরের প্রবেশদ্বারের সম্মুখে তুমি হোম বেদী স্থাপন করবে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর সমাগম-তাম্বুরূপ আবাসের দ্বারের সম্মুখে হোমবেদি রাখিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 “হোমবলি দেওয়ার জন্য বেদীটি পবিত্র তাঁবুর প্রবেশ দরজার সামনে রাখো। অধ্যায় দেখুন |