যাত্রাপুস্তক 40:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 তাহা হইতে মোশি, হারোণ ও তাঁহার পুত্রগণ আপন আপন হস্ত পদ ধৌত করিতেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তা থেকে মূসা, হারুন ও তাঁর পুত্ররা নিজ নিজ হাত ও পা ধুতেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 এবং মোশি এবং হারোণ ও তাঁর ছেলেরা সেই জল তাঁদের হাত পা ধোয়ার জন্য ব্যবহার করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 সেই জলে মোশি, হারোণ ও তাঁর পুত্রেরা হাত-পা ধুতেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 তাহা হইতে মোশি, হারোণ ও তাঁহার পুত্রগণ আপন আপন হস্ত পদ ধৌত করিতেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 হাত ও পা ধোয়ার জন্য মোশি, হারোণ ও তার পুত্ররা এই পাত্রের জল ব্যবহার করল। অধ্যায় দেখুন |