যাত্রাপুস্তক 39:43 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)43 পরে মোশি ঐ সকল কার্যের প্রতি দৃষ্টিপাত করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞা অনুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্বাদ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 পরে মূসা ঐ সমস্ত কাজের প্রতি দৃষ্টিপাত করলেন, আর দেখ, তারা করেছে; মাবুদের হুকুম অনুসারেই করেছে; আর মূসা তাদেরকে দোয়া করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 মোশি সেই কাজ পরিদর্শন করলেন এবং দেখলেন যে সদাপ্রভু যেমন আদেশ দিয়েছিলেন, ঠিক সেভাবেই তারা তা করেছে। তাই মোশি তাদের আর্শীবাদ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 মোশি তাদের সমস্ত কাজকর্ম পর্যবেক্ষণ করে দেখলেন যে তারা প্রভুর নির্দেশ মতই সব কিছু করেছে। তিনি তখন তাদের আশীর্বাদ করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 পরে মোশি ঐ সকল কার্য্যের প্রতি দৃষ্টি করিলেন, আর দেখ, তাহারা করিয়াছে; সদাপ্রভুর আজ্ঞানুসারেই করিয়াছে; আর মোশি তাহাদিগকে আশীর্ব্বাদ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 মোশি সবকিছু ভাল করে পর্যবেক্ষণ করে দেখল যে সবকিছুই হুবহু প্রভুর আদেশ মতোই হয়েছে। তাই মোশি তাদের আশীর্বাদ করল। অধ্যায় দেখুন |