যাত্রাপুস্তক 39:39 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)39 পিত্তলময় বেদি, তাহার পিত্তলময় ঝাঁঝরি, তাহার বহন-দণ্ড ও সমস্ত পাত্র, প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস39 ব্রোঞ্জের কোরবানগাহ্, তার ব্রোঞ্জের ঝাঁঝরি, তার বহন-দণ্ড ও সমস্ত পাত্র, ধোবার পাত্র ও তার গামলা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ39 ব্রোঞ্জের জাফরি সমেত ব্রোঞ্জের বেদি, সেটির খুঁটি ও সব পাত্র; গামলা ও সেটির মাচা; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)39 পিতলের বেদী ও তার পিতলের ঝাঁঝরি ও তার বহনদণ্ডগুলি এবং সমস্ত আসবাবপত্র, প্রক্ষালনপাত্র ও তার পায়া, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)39 পিত্তলময় বেদি, তাহার পিত্তলময় ঝাঁঝরী, তাহার বহন-দণ্ড ও সমস্ত পাত্র, প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল39 তারা পিতলের বেদী ও পিতলের খুরা দেখাল। তারা বেদী বহন করার খুঁটি ও বেদীতে ব্যবহার্য্য্য সব জিনিস দেখাল। পাত্র এবং পাত্রের পায়াও দেখাল। অধ্যায় দেখুন |