Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 এবং মেজ, তাহার সমস্ত পাত্র ও দর্শন-রুটি,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 এবং টেবিল, তার সমস্ত পাত্র ও দর্শন-রুটি,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 সব উপকরণ সমেত টেবিল এবং দর্শন-রুটি;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 বেদী ও তার সমস্ত আসবাবপত্র, ঈশ্বরের উদ্দেশে নিবেদিত রুটি,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 পাপাবরণ এবং মেজ, তাহার সমস্ত পাত্র ও দর্শন-রুটী,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 তারা তাকে টেবিল ও তার উপরে রাখা জিনিস এবং বিশেষ রুটিও দেখাল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:36
6 ক্রস রেফারেন্স  

শলোমন সদাপ্রভুর গৃহস্থিত সমস্ত পাত্র নির্মাণ করাইলেন; স্বর্ণবেদি ও দর্শনরুটি রাখিবার স্বর্ণমেজ;


আর তুমি সেই মেজের উপরে আমার সম্মুখে নিয়ত দর্শন-রুটি রাখিবে।


তিনি ত ঈশ্বরের গৃহে প্রবেশ করিলেন, এবং তাঁহারা দর্শন-রুটি ভোজন করিলেন, যাহা তাঁহার ও তাঁহার সঙ্গীদের ভোজন করা বিধেয় ছিল না, কেবল যাজকবর্গেরই বিধেয় ছিল।


এবং সাক্ষ্য-সিন্দুক ও তাহার বহন-দণ্ড, পাপাবরণ


নির্মল দীপবৃক্ষ, তাহার প্রদীপ সকল অর্থাৎ প্রদীপাবলি, তাহার সমস্ত পাত্র ও দীপার্থ তৈল,


আর তুমি সূক্ষ্ম সুজি লইয়া বারোখানি পিষ্টক পাক করিবে; তাহার প্রত্যেক পিষ্টক [এক ঐফার] দুই দশমাংশ হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন