Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

35 এবং সাক্ষ্য-সিন্দুক ও তাহার বহন-দণ্ড, পাপাবরণ

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 এবং শরীয়ত-সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্‌ আবরণ

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 খুঁটি ও প্রায়শ্চিত্ত-আচ্ছাদন সমেত বিধিনিয়মের সিন্দুক;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 চুক্তিসিন্দুক ও তার বহনদণ্ডগুলি, চুক্তিসিন্দুকের আচ্ছাদন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 এবং সাক্ষ্য-সিন্দুক ও তাহার বহন-দণ্ড,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 মোশিকে সাক্ষ্য সিন্দুকটিও দেখানো হল। সিন্দুকটি বহন করার জন্য খুঁটি ও সিন্দুকটির আবরণও তারা দেখাল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:35
5 ক্রস রেফারেন্স  

ইহাতে পবিত্র আত্মা যাহা জ্ঞাপন করেন, তাহা এই, সেই প্রথম তাম্বু যাবৎ স্থাপিত থাকে, তাবৎ পবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় নাই।


এবং তাহার উপরে প্রতাপের সেই দুই করূব ছিল, যাহারা পাপাবরণ ছায়া করিত; এই সকলের সবিশেষ কথা বলা এখন নিষপ্রয়োজন।


পরে তুমি নির্মল স্বর্ণে আড়াই হস্ত দীর্ঘ ও দেড় হস্ত প্রস্থ পাপাবরণ প্রস্তুত করিবে।


পরিশোধিত মেষ-চর্মনির্মিত ছাদ, তহশ-চর্মনির্মিত ছাদ ও ব্যবধানের তিরস্করিণী,


এবং মেজ, তাহার সমস্ত পাত্র ও দর্শন-রুটি,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন