যাত্রাপুস্তক 39:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর স্বর্ণের দুইটি কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে ভিতরভাগে এফোদের সম্মুখস্থ মুড়াতে রাখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর সোনার দু’টি কড়া গড়ে বুকপাটার দুই প্রান্তে ভিতরভাগে এফোদের সম্মুখস্থ প্রান্তে রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তাঁরা সোনার দুটি আংটা তৈরি করলেন ও এফোদের পাশের বুকপাটার ভিতরদিকে অন্য দুই কোণে সেগুলি জুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 সোনার দুটি আঙটা তৈরী করে তাঁরা বক্ষসংলগ্ন থলিটির ভিতরের দিকের দুই প্রান্তে এফোদের নীচে জুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর স্বর্ণের দুইটি কড়া গড়িয়া বুকপাটার দুই প্রান্তে ভিতরভাগে এফোদের সম্মুখস্থ মুড়াতে রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তারপর তারা আরো দুটি সোনার আংটা তৈরী করল এবং সেগুলি এফোদের পাশে বক্ষাবরণের ভেতরদিকের ধারে আটকে দিল। অধ্যায় দেখুন |