যাত্রাপুস্তক 39:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদের সম্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 এবং পাকানো শিকলের দুই প্রান্ত দুই জালিতে আট্কে দিয়ে এফোদের সম্মুখে দু’টি স্কন্ধপটির উপরে রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 এবং শিকলের অন্য প্রান্তগুলি নকশা দুটিতে বেঁধে দিয়ে, সেগুলি সামনের দিকে এফোদের কাঁধ-পটিতে জুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 শিকলের দুই প্রান্ত খাপ দুটির সঙ্গে জুড়ে এফোদের সম্মুখে কাঁধের পটি দুটির উপরে রাখা হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 এবং পাকান শৃঙ্খলের দুই মুড়া দুই স্থালীতে বদ্ধ করিয়া এফোদের সম্মুখে দুই স্কন্ধপটির উপরে রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 তারা আরো দুটি সোনার আংটা বানিয়ে বক্ষাবরণের অপর দুটি কোণে আটকে দিল। এটা ছিল বক্ষাবরণের ভিতরের দিকে এফোদের ঠিক পরেই। তারা সোনার শেকলের অপর প্রান্তগুলি সামনের দিক দিয়ে এফোদের কাঁধের পট্টির সোনার অলঙ্কারের সঙ্গে যুক্ত করেছিল। অধ্যায় দেখুন |