যাত্রাপুস্তক 39:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 এবং চতুর্থ পঙ্ক্তিতে বৈদূর্য, গোমেদক ও সূর্যকান্ত ছিল; স্বর্ণস্থালী এই সকল মণিতে খচিত হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 এবং চতুর্থ পঙ্ক্তিতে বৈদূর্য, গোমেদ ও সূর্যকান্ত ছিল; সোনার জালির মধ্যে এসব মণি খচিত হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 চতুর্থ সারিতে ছিল পোখরাজ, স্ফটিকমণি ও সূর্যকান্তমণি। সেগুলি সোনার তারের সূক্ষ্ম কারুকার্য করা নকশার উপরে বসানো হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 এবং চতুর্থ সারিতে বৈদূর্য গোমেদ ও সূর্যকান্ত মণি বসানো হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 এবং চতুর্থ পঙ্ক্তিতে বৈদূর্য্য, গোমেদক ও সূর্য্যকান্ত ছিল; স্বর্ণস্থালী এই সকল মণিতে খচিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 চতুর্থ সারিতে ছিল বৈদুর্য্য, গোমেদ ও সূর্যকান্তমণি। এইসব মণি সোনার ওপর বসানো হল। অধ্যায় দেখুন |
আর আমার যতটা ক্ষমতা আছে, তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্ত স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, পিত্তলময় দ্রব্যের জন্য পিত্তল, লৌহময় দ্রব্যের জন্য লৌহ, ও কাষ্ঠময় দ্রব্যের জন্য কাষ্ঠ, এবং গোমেদক মণি, খচনার্থক মণি, তেজস্বী প্রস্তর ও নানাবর্ণের প্রস্তর, এবং সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর ও মর্মর প্রস্তর প্রচুররূপে আয়োজন করিয়াছি।