যাত্রাপুস্তক 38:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁহার সহকারী ছিলেন; তিনি খোদক ও শিল্পকুশল, এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের শিল্পকার ছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁর সহকারী ছিলেন; তিনি খোদাই-কর্মে দক্ষ ও নিপুন কারিগর এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার শিল্পী ছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তাঁর সাথে ছিলেন দান গোষ্ঠীভুক্ত অহীষামকের ছেলে অহলীয়াব—যিনি এক ক্ষোদক ও নকশাকার, এবং নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতোর ও মিহি মসিনার কাজ জানা এক সূচিশিল্পী ছিলেন) অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 দান গোষ্ঠীর অহিষামকের পুত্র অহলিয়াব ছিলেন তাঁর সহকারী। ইনি খোদাইয়ের কাজ, সূচীশিল্পের কাজ, নীল, বেগুনী, লাল ও সূক্ষ্ম রেশমী কাপড় বোনার কাজে পারদর্শী ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 আর দান-বংশজাত অহীষামকের পুত্র অহলীয়াব তাঁহার সহকারী ছিলেন; তিনি খোদক ও শিল্পকুশল, এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের শিল্পকার ছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 দান বংশীয় অহীষামকের পুত্র অহলীয়াব তাকে এই কাজে সাহায্য করল। সে একজন দক্ষ কারিগর ও কারুশিল্পী। সে মিহি শনের কাপড়, নীল, বেগুনী ও লাল সুতো বোনায় পারদর্শী ছিল। অধ্যায় দেখুন |