যাত্রাপুস্তক 38:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 আর আবাসের ও প্রাঙ্গণের চারিদিকের গোঁজ সকল পিত্তলময় ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর শরীয়ত-তাঁবুর ও প্রাঙ্গণের চারদিকের সমস্ত গোঁজ ব্রোঞ্জের ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 সমাগম তাঁবুর ও পার্শ্ববর্তী প্রাঙ্গণের সব তাঁবু-খুটা ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 শিবিরের ও প্রাঙ্গণের চারিদিকের খোঁটা গুলো সবই ছিল পিতলের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর আবাসের ও প্রাঙ্গণের চারিদিকের গোঁজ সকল পিত্তলময় ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 পবিত্র তাঁবুর সমস্ত কীলকগুলো এবং প্রাঙ্গণের চারিদিকের পর্দাগুলো ছিল পিতলের তৈরী। অধ্যায় দেখুন |