Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 38:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 এবং অন্য পার্শ্বের জন্যও সেইরূপ; প্রাঙ্গণের দ্বারের এদিক ওদিক পনের হস্ত যবনিকা ও তাহার তিনটি স্তম্ভ ও তিনটি চুঙ্গি ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 এবং অন্য পাশের জন্যও সেই একই রকম হবে; প্রাঙ্গণের দরজার এদিক ওদিক পনের হাত পর্দা ও তার তিনটি স্তম্ভ ও তিনটি চুঙ্গি ছিল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 এবং প্রাঙ্গণের প্রবেশদ্বারের অন্য দিকেও তিনটি খুঁটি ও তিনটি ভিত সমেত 6.8 মিটার লম্বা পর্দা ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 অন্য পাশের পর্দাটিও ছিল পনেরো হাত লম্বা এবং তার জন্যও ছিল তিনটি খুঁটি ও তিনটি খাপ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 এবং অন্য পার্শ্বের জন্যও সেইরূপ; প্রাঙ্গণের দ্বারের এদিক্ ওদিক্ পনর হস্ত যবনিকা ও তাহার তিন স্তম্ভ ও তিন চুঙ্গি ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 অন্যদিকের প্রবেশ দরজাও ছিল 15 হাত লম্বা। ঐদিকে তিনটি খুঁটি ও তিনটি পায়া ছিল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 38:15
2 ক্রস রেফারেন্স  

প্রাঙ্গণের দ্বারের এক পার্শ্বের নিমিত্তে পনের হস্ত যবনিকা, তাহার তিনটি স্তম্ভ ও তিনটি চুঙ্গি,


প্রাঙ্গণের চারিদিকের সকল যবনিকা পাকান সাদা মসীনা সূত্রে নির্মিত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন