যাত্রাপুস্তক 37:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)16 আর মেজের উপরিস্থিত পাত্র সকল নির্মাণ করিলেন, অর্থাৎ তাহার থাল, চামচ, ঢালিবার জন্য সেকপাত্র ও জগ সকল নির্মল স্বর্ণ দিয়া নির্মাণ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 আর টেবিলের জন্য সমস্ত পাত্র তৈরি করলেন, অর্থাৎ তার থালা, চামচ, ঢালবার জন্য সেঁকপাত্র ও সমস্ত ঢাকনা খাঁটি সোনা দিয়ে তৈরি করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 আর টেবিলের জন্য খাঁটি সোনা দিয়ে তাঁরা এইসব জিনিসপত্র—থালা ও বাটি ও গামলা ও পেয়-নৈবেদ্য ঢালার জন্য কলশিগুলি তৈরি করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 এর পরে বেদীর উপরে যে পাত্রগুলি রাখা হবে সেগুলি তৈরী করলেন। খাঁটি সোনা দিয়ে তিনি থালা, বাটি, কলসী ও পানীয় নৈবেদ্য ঢালবার জন্য গামলা ইত্যাদি তৈরী করলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 আর মেজের উপরিস্থিত পাত্র সকল নির্ম্মাণ করিলেন, অর্থাৎ তাহার থাল, চমস, ঢালিবার জন্য সেকপাত্র ও শ্রুব সকল নির্ম্মল স্বর্ণ দিয়া নির্ম্মাণ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 এরপর সে টেবিলে ব্যবহারের জন্য সোনার প্লেট, চামচ, বাটি ও কলসী বানাল। পেয় নৈবেদ্য ঢালার জন্য বাটি ও কলসী তৈরী করা হল। অধ্যায় দেখুন |