Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 36:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 প্রত্যেক যবনিকা আটাইশ হস্ত দীর্ঘ, ও প্রত্যেক যবনিকা চারি হস্ত প্রস্থ, সমস্ত যবনিকার একই পরিমাণ ছিল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 প্রত্যেক পর্দা আটাশ হাত লম্বা ও প্রত্যেক পর্দা চার হাত চওড়া, সমস্ত পর্দার মাপ ছিল একই।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 সব পর্দা একই মাপের—13 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া হল।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 সবগুলি পর্দা ছিল এক মাপের, আটাশ হাত লম্বা ও চার হাত চওড়া।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 প্রত্যেক যবনিকা আটাইশ হস্ত দীর্ঘ, ও প্রত্যেক যবনিকা চারি হস্ত প্রস্থ, সমস্ত যবনিকার একই পরিমাণ ছিল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 প্রত্যেকটি পর্দাই ছিল সমান মাপের – 28 হাত লম্বা এবং 4 হাত চওড়া।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 36:9
2 ক্রস রেফারেন্স  

পরে কর্মকারী বিজ্ঞমনা লোক সকল পাকান সাদা মসীনা সূত্র, নীল, বেগুনে ও লাল সূত্রনির্মিত দশটি যবনিকা দ্বারা আবাস প্রস্তুত করিলেন। সেই যবনিকা সমূহে শিল্পকারের কৃত করূবগণের আকৃতি ছিল।


পরে তিনি তাহার পাঁচটি যবনিকা একত্র যোগ করিলেন, এবং অন্য পাঁচটি যবনিকাও একত্র যোগ করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন