যাত্রাপুস্তক 36:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 পরে তিনি তক্তাগুলি স্বর্ণে মুড়িলেন, এবং অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণের কড়া গড়িয়া অর্গলও স্বর্ণে মুড়িলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 পরে তিনি তক্তাগুলো সোনা দিয়ে মুড়লেন এবং অর্গলের ঘর হবার জন্য সোনার কড়া গড়ে অর্গলও সোনা দিয়ে মুড়ে দিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 কাঠামোগুলি তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন এবং আগলগুলি ধরে রাখার জন্য সোনার আংটা তৈরি করলেন। আগলগুলিও তাঁরা সোনা দিয়ে মুড়ে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 তক্তাগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল। খিলগুলি লাগানোর জন্য সোনার আঙটা তৈরী করা হল এবং খিলগুলিও সোনা দিয়ে মুড়ে দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 পরে তিনি তক্তাগুলি স্বর্ণে মুড়িলেন, এবং অর্গলের ঘর হইবার জন্য স্বর্ণের কড়া গড়িয়া অর্গলও স্বর্ণে মুড়িলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 কাঠামোগুলিকে সোনায় মুড়ে দেওয়া হল। তারপর তারা সোনার আংটা তৈরী করল আগলগুলি ধরে রাখার জন্য এবং আগলগুলি সোনা দিয়ে মুড়ে দেওয়া হল। অধ্যায় দেখুন |