যাত্রাপুস্তক 35:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 আর তিনি তাঁহাকে ঈশ্বরের আত্মায়- জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায়, ও সর্বপ্রকার শিল্প-কৌশলে পরিপূর্ণ করিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 তিনি তাঁকে আল্লাহ্র রূহে— জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সমস্ত রকম শিল্প-কৌশলে পরিপূর্ণ করলেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 এবং তিনি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছেন— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 তিনি তাকে ঐশ্বরিক আত্মার অবদানে বুদ্ধিমান, বিচক্ষণ ও সর্বপ্রকার শিল্পকর্মে পারদর্শী করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর তিনি তাঁহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায়, ও সর্ব্বপ্রকার শিল্প-কৌশলে পরিপূর্ণ করিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তিনি তাকে ঐশ্বরিক ক্ষমতা দিয়েছেন। তিনি তাকে জ্ঞানে ও সর্বপ্রকার বিদ্যায় পারদর্শী করে তুলেছেন। অধ্যায় দেখুন |
সে দান-বংশীয়া এক স্ত্রীর পুত্র, তাহার পিতা সোরের লোক; সে স্বর্ণ, রৌপ্য, পিত্তল, লৌহ, প্রস্তর ও কাষ্ঠ, এবং বেগুনে, নীল, মসীনা-সূত্রের ও রক্তবর্ণ সূত্রের কার্য করিতে তৎপর। আর সে সর্বপ্রকার খোদাই কার্য করিতে ও সর্ববিধ কল্পনার কার্য প্রস্তুত করিতে তৎপর। তাহাকে আপনার কার্যনিপুণ লোকদের সহিত এবং আপনার পিতা আমার প্রভু দায়ূদের কার্যনিপুণ লোকদের সহিত স্থান দেওয়া যাউক।