যাত্রাপুস্তক 35:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর সিন্দুক ও তাহার বহন-দণ্ড, পাপাবরণ ও ব্যবধানের তিরস্করিণী, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্ আবরণ ও ব্যবধানের পর্দা, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 সিন্দুক ও সেটির খুঁটিগুলি এবং প্রায়শ্চিত্ত-আচ্ছাদন ও সেটিকে আড়াল করে থাকা পর্দা; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 কাষ্ঠাধার ও সেটি বয়ে নিয়ে যাওয়ার দণ্ড, আচ্ছাদন, পর্দা, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর সিন্দুক ও তাহার বহন-দণ্ড, পাপাবরণ ও ব্যবধানের তিরস্করিণী, মেজ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 পবিত্র সিন্দুক, তার খুঁটিগুলি, আস্তরণ এবং পর্দা যা পবিত্র সিন্দুক যেখানে রাখা আছে সেই জায়গা ঢেকে দেয়; অধ্যায় দেখুন |