যাত্রাপুস্তক 34:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 কিন্তু মোশি তাহাদিগকে ডাকিলে হারোণ ও মণ্ডলীর অধ্যক্ষ সকল তাঁহার নিকটে ফিরিয়া আসিলেন, আর মোশি তাঁহাদের সহিত আলাপ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 কিন্তু মূসা তাদেরকে ডাকলে হারুন ও মণ্ডলীর নেতৃবৃন্দ তাঁর কাছে ফিরে আসলেন, আর মূসা তাঁদের সঙ্গে আলাপ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 কিন্তু মোশি তাঁদের ডাক দিলেন; অতএব হারোণ ও সমাজের নেতারা সবাই তাঁর কাছে ফিরে এলেন, এবং মোশি তাঁদের সাথে কথা বললেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 কিন্তু মোশি তাদের ডাকলেন, তখন হৈরোণ ও ইসরায়েলী সমাজের প্রবীণ নেতারা তাঁর কাছে গেলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 কিন্তু মোশি তাহাদিগকে ডাকিলে হারোণ ও মণ্ডলীর অধ্যক্ষ সকল তাঁহার নিকটে ফিরিয়া আসিলেন, আর মোশি তাঁহাদের সহিত আলাপ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তখন মোশি তাদের ডেকে পাঠাল। মোশি হারোণ এবং দলপতির সঙ্গে কথা বলল। অধ্যায় দেখুন |