যাত্রাপুস্তক 34:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হইও, প্রাতঃকালে সীনয় পর্বতে উঠিয়া আসিও, ও তথায় পর্বতশৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর তুমি খুব ভোরে প্রস্তুত হয়ো, খুব ভোরে তুর পর্বতে উঠে এসো ও সেখানে পর্বতের চূড়ায় আমার কাছে উপস্থিত হয়ো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সকালবেলায় তৈরি থেকো, ও পরে সীনয় পর্বতে উঠে এসো। সেই পর্বতের চূড়ায় সেখানে আমার কাছে উপস্থিত হোয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 আগামীকাল ভোরে তুমি প্রস্তুত হয়ে সিনাই পাহাড়ের চূড়ায় উঠে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর তুমি প্রাতঃকালে প্রস্তুত হইও, প্রাতঃকালে সীনয় পর্ব্বতে উঠিয়া আসিও, ও তথায় পর্ব্বতশৃঙ্গে আমার নিকটে উপস্থিত হইও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 কাল সকালে প্রস্তুত হয়ে নিও এবং আমার সঙ্গে দেখা করবার জন্য সীনয় পর্বতের চূড়ায় এসো। অধ্যায় দেখুন |