যাত্রাপুস্তক 34:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 সাবধান, যে দেশে তুমি যাইতেছ, সেই দেশনিবাসীদের সহিত নিয়ম স্থির করিও না, পাছে তাহা তোমার মধ্যবর্তী ফাঁদস্বরূপ হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 সাবধান, যে দেশে তুমি যাচ্ছ, সেই দেশবাসীদের সঙ্গে নিয়ম স্থির করো না, তা করলে তোমার মধ্যে তা ফাঁদস্বরূপ হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 সাবধান, যে দেশে তুমি যাচ্ছ, সেখানে বসবাসকারী লোকদের সঙ্গে কোনও চুক্তি কোরো না, তা না হলে তারা তোমাদের মধ্যে এক ফাঁদ হয়ে যাবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 সাবধান, তোমরা যে দেশে যাচ্ছ সেখানকার অধিবাসীদের সঙ্গে কোন সম্পর্ক স্থাপন করবে না কারণ তারা তোমাদের অধঃপতন ঘটাবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 সাবধান, যে দেশে তুমি যাইতেছ, সেই দেশনিবাসীদের সহিত নিয়ম স্থির করিও না, পাছে তাহা তোমার মধ্যবর্ত্তী ফাঁদস্বরূপ হয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 সাবধান! তোমরা যেখানে যাচ্ছো সেখানকার লোকদের সঙ্গে কোনও চুক্তি কোরো না। তাহলে তোমরা বিপদে পড়বে। অধ্যায় দেখুন |