যাত্রাপুস্তক 32:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 আহা! এখন ইহাদের পাপ ক্ষমা কর- আর যদি না কর, তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আহা! এখন যদি এদের গুনাহ্ মাফ করতে চাও তবে মাফ কর। আর যদি না কর তবে আমি বিনয় করছি, তোমার লেখা কিতাব থেকে আমার নাম কেটে ফেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 কিন্তু এখন, দয়া করে এদের পাপ ক্ষমা করো—কিন্তু যদি না করো, তবে তোমার লেখা বই থেকে আমার নামটি মুছে ফেলো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 কিন্তু হে প্রভু, তুমি এদের ক্ষমা কর। যদি না কর তাহলে দয়া করে তোমার লেখা পুস্তক থেকে আমার নাম মুছে দাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আহা! এখন যদি ইহাদের পাপ ক্ষমা কর—; আর যদি না কর, তবে আমি বিনয় করিতেছি, তোমার লিখিত পুস্তক হইতে আমার নাম কাটিয়া ফেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 এখন আপনি ওদের এই পাপকে ক্ষমা করে দিন। যদি আপনি ওদের ক্ষমা না করেন তাহলে আপনার লেখা পুস্তক থেকে আমার নাম মুছে দিন।” অধ্যায় দেখুন |