যাত্রাপুস্তক 31:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 যাহাতে সে কৌশলের কার্য কল্পনা করিতে পারে, স্বর্ণ, রৌপ্য ও পিত্তলের কার্য করিতে পারে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 যাতে সে কৌশলের কাজ কল্পনা করতে পারে, সোনা, রূপা ও ব্রোঞ্জের কাজ করতে পারে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যেন সে সোনা, রুপো ও ব্রোঞ্জ দিয়ে চারুশিল্পসম্মত নকশা ফুটিয়ে তুলতে, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বিভিন্ন ধরণের কারুকার্যের পরিকল্পনা, সোনা, রূপো পিতলের কাজ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 যাহাতে সে কৌশলের কার্য্য কল্পনা করিতে পারে, স্বর্ণ, রৌপ্য ও পিত্তলের কার্য্য করিতে পারে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 বৎসলেল একজন ভাল শিল্পকার এবং সে সোনা, রূপো ও পিতল থেকে নানা জিনিসপত্র তৈরী করতে পারে। অধ্যায় দেখুন |