যাত্রাপুস্তক 31:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়- জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্বপ্রকার শিল্প-কৌশলে- পরিপূর্ণ করিলাম; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 আর আমি তাকে আল্লাহ্র রূহে— জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সমস্ত রকম শিল্প-কৌশলে— পরিপূর্ণ করলাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এবং আমি তাকে ঈশ্বরের আত্মায়, প্রজ্ঞায়, বুদ্ধিতে, জ্ঞানে এবং সব ধরনের দক্ষতায় পরিপূর্ণ করেছি— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমি তাকে আমার আত্মার দ্বারা সর্বপ্রকার শিল্পকর্মে বিজ্ঞ, বিচক্ষণ ও পারদর্শী করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 আর আমি তাহাকে ঈশ্বরের আত্মায়—জ্ঞানে, বুদ্ধিতে, বিদ্যায় ও সর্ব্বপ্রকার শিল্প কৌশলে—পরিপূর্ণ করিলাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমি বৎসলেলকে ঈশ্বরের আত্মা, পটুতা, দক্ষতা এবং সমস্ত রকমের কলা ও শিল্পের জ্ঞান দিয়ে ভরে দিয়েছি। অধ্যায় দেখুন |