যাত্রাপুস্তক 31:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 দেখ, আমি যিহূদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরিয়া ডাকিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 দেখ, আমি এহুদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরে ডাকলাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “দেখো, আমি যিহূদা গোষ্ঠীভুক্ত হূরের নাতি তথা ঊরির ছেলে বৎসলেলকে মনোনীত করেছি, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 দেখ, আমি যিহুদা গোষ্ঠীকে হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেলকে বিশেষ ভাবে মনোনীত করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আমি যিহূদা-বংশীয় হূরের পৌত্র ঊরির পুত্র বৎসলেলের নাম ধরিয়া ডাকিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 “আমার বিশেষ কাজের জন্য আমি যিহূদা বংশীয় একজনকে নির্বাচন করেছি। তার নাম হল বৎসলেল। বৎসলেল হল হূরের পৌত্র এবং উরির পুত্র। অধ্যায় দেখুন |