Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 31:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

12 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্র্রায়েল-সন্তানগণকে আরও এই কথা বল,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

12 আর মাবুদ মূসাকে বললেন, তুমি বনি-ইসরাইলদেরকে আরও এই কথা বল,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

12 পরে সদাপ্রভু মোশিকে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

12 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

12 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইস্রায়েল-সন্তানগণকে আরও এই কথা বল,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

12 প্রভু মোশিকে বললেন,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 31:12
6 ক্রস রেফারেন্স  

এবং অভিষেকার্থ তৈল ও পবিত্র স্থানের জন্য সুগন্ধি ধূপ; আমি তোমাকে যেমন আজ্ঞা করিয়াছি, তদনুসারে তাহারা সমস্তই করিবে।


তোমরা অবশ্য আমার বিশ্রামদিন পালন করিবে; কেননা তোমাদের পুরুষানুক্রমে আমার ও তোমাদের মধ্যে ইহা এক চিহ্ন রহিল, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের পবিত্রকারী সদাপ্রভু,


তুমি বিশ্রামদিন স্মরণ করিয়া পবিত্র করিও।


ঐ সময়ে আমি যিহূদার মধ্যে কতকগুলি লোককে বিশ্রামবারে দ্রাক্ষাযন্ত্র মাড়িতে, আঁটি আনিতে ও গর্দভের উপরে চাপাইতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস, দ্রাক্ষাফল ও ডুমুরাদি সকল দ্রব্যের বোঝা যিরূশালেমে আনিতে দেখিলাম; তাহাতে যে দিন তাহারা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতেছিল, সেই দিন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম।


তোমাদের পিতৃপুরুষেরা কি সেইরূপ করিত না? আর তন্নিমিত্ত আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ও এই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই? আবার তোমরাও বিশ্রামবার অপবিত্র করিয়া ইস্রায়েলের উপরে আরও ক্রোধ বর্তাইতেছ।


সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল, তাহাকে যিহূদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন