যাত্রাপুস্তক 30:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না, তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করবে, তার দ্রব্যের পরিমাণ অনুসারে তোমরা নিজেদের জন্য তা করো না, তা তোমার জ্ঞানে মাবুদের উদ্দেশে পবিত্র হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 এই প্রস্তুতপ্রণালী দিয়ে নিজেদের জন্য তোমরা কোনো ধূপ তৈরি কোরো না; সদাপ্রভুর উদ্দেশে এটি পবিত্র বলে গণ্য কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 এই প্রকরণ অনুযায়ী কোন ধূপ তোমরা নিজেদের ব্যবহারের জন্য তৈরী করবে না একে তোমরা প্রভু পরমেশ্বরের উদ্দেশে পূত ও স্বতন্ত্র বস্তু বলে বিবেচনা করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 এবং তুমি যে সুগন্ধি ধূপ প্রস্তুত করিবে, তাহার দ্রব্যের পরিমাণানুসারে তোমরা আপনাদের জন্য তাহা করিও না, তাহা তোমার জ্ঞানে সদাপ্রভুর উদ্দেশে পবিত্র হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 প্রভুর জন্য বিশেষ প্রয়োজন ছাড়া এর ব্যবহার হবে না। অধ্যায় দেখুন |