যাত্রাপুস্তক 30:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে- গুগ্গুলু, নখী, কুন্দুরু; এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্মল লবানের প্রত্যেকটি সমভাগ করিয়া লইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 আর মাবুদ মূসাকে বললেন, তুমি তোমার কাছে সুগন্ধি দ্রব্য নেবে— গুগ্গুলু, নখী, কুন্দুরু; এসব সুগন্ধি দ্রব্যের ও খাঁটি লোবানের প্রত্যেকটি সমান ভাগ করে নেবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 পরে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি সমপরিমাণে সুগন্ধি মশলাপাতি—আঠা রজন, নখী, কুন্দুরু—এবং খাঁটি গুগগুল নিয়ো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 প্রভু পরমেশ্বর মোশিকে বললেন, তুমি সমপরিমাণে এই সুগন্ধি দ্রব্যগুলি সংগ্রহ করবে, গুগ্গুল, নখী, কুন্দুরু ও খাঁটি ধূপ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি আপনার নিকটে সুগন্ধি দ্রব্য লইবে,—গুগ্গুলু, নখী, কুন্দুরু; এই সকল সুগন্ধি দ্রব্যের ও নির্ম্মল লবানের প্রত্যেকটী সমভাগ করিয়া লইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 এরপর প্রভু মোশিকে বললেন, “এই সুগন্ধি মশলাগুলো জোগাড় করে আনো: ধুনো, নখী, গুগ্গুল, কুন্দুরু। মনে রাখবে প্রত্যেকটি মশলার পরিমাণ হবে সমান। অধ্যায় দেখুন |