যাত্রাপুস্তক 29:44 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)44 আর আমি সমাগম-তাম্বু ও বেদি পবিত্র করিব, এবং আমার যাজন কর্ম করণার্থে হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস44 আর আমি জমায়েত-তাঁবু ও কোরবানগাহ্ পবিত্র করবো এবং আমার ইমামের কাজ করার জন্য হারুনকে ও তার পুত্রদেরকে পবিত্র করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ44 “অতএব আমি সেই সমাগম তাঁবু ও বেদিটি পবিত্র করব এবং যাজকরূপে আমার সেবা করার জন্য হারোণ ও তার ছেলেদেরও পবিত্র করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)44 সম্মিলন শিবির ও বেদীটিকে আমি পবিত্র করব। হারোণ ও তার পুত্রদের আমি আমার পৌরোহিত্যের কাজে নিয়োগ করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)44 আর আমি সদামগ-তাম্বু ও বেদি পবিত্র করিব, এবং আমার যাজনকর্ম্ম করণার্থে হারোণকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল44 “তাই সমাগম তাঁবুকে আমি পবিত্র করে তুলব এবং বেদীকেও পবিত্র করে তুলব। হারোণ ও তার পুত্ররা যাতে আমাকে যাজক হয়ে সেবা করতে পারে তার জন্য আমি ওদেরও পবিত্র করে তুলব। অধ্যায় দেখুন |