যাত্রাপুস্তক 29:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 এবং সেইগুলি এক ডালিতে রাখিবে, আর সেই ডালিতে করিয়া আনিবে, এবং ঐ গোবৎস ও দুইটি মেষ আনিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 সেগুলো একটি ডালিতে রাখবে এবং ঐ ষাঁড় ও দু’টি ভেড়ার সঙ্গে আমার কাছে উপস্থিত করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 সেগুলি একটি ঝুড়িতে রেখো এবং সেগুলি সেই এঁড়ে বাছুর ও মেষ সমেত উপহার দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 এগুলি একটি ঝুড়িতে করে নিয়ে আসবে ঐ বৃষ ও মেষ দুটিকেও আনবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 এবং সেইগুলি এক ডালিতে রাখিবে, আর সেই ডালিতে করিয়া আনিবে, এবং ঐ গোবৎস ও দুই মেষ আনিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 এই রুটি ও পিঠেগুলি ঝুড়িতে ভরবে। এবার এই ঝুড়িটি এবং ষাঁড় ও মেষ দুটি সমাগম তাঁবুতে নিয়ে এসো। অধ্যায় দেখুন |