যাত্রাপুস্তক 28:42 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)42 তুমি তাহাদের উলঙ্গতার আচ্ছাদনার্থে কটি অবধি জঙ্ঘা পর্যন্ত শুক্ল জাঙ্গিয়া প্রস্তুত করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 তুমি তাদের উলঙ্গতার আচ্ছাদন করার জন্য কোমর থেকে ঊরু পর্যন্ত মসী নার জাঙ্গিয়া প্রস্তুত করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 “শরীর ঢেকে রাখার জন্য মসিনা দিয়ে অন্তর্বাস তৈরি কোরো, যা কোমর থেকে ঊরু পর্যন্ত বিস্তৃত থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 তুমি তাদের দেহ আচ্ছাদনের জন্য কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বা সাদা কাপড়ের পায়জামা তৈরী করিয়ে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 তুমি তাহাদের উলঙ্গতার আচ্ছাদনার্থে কটি অবধি জঙ্ঘা পর্য্যন্ত শুক্ল জাঙ্ঘিয়া প্রস্তুত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 “যাজকদের নগ্নতা ঢাকার জন্য শরীরের ভেতরের পোশাক মসৃণ মসীনা কাপড়ে তৈরী হবে। এই ভেতরের পোশাক তাদের জঙ্ঘা থেকে কোমর পর্যন্ত ঢেকে রাখবে। অধ্যায় দেখুন |