যাত্রাপুস্তক 28:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 তুমি তাহা নীল সূত্রে বদ্ধ করিয়া রাখিবে; তাহা উষ্ণীষের উপরে থাকিবে, উষ্ণীষের সম্মুখভাগেই থাকিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 তুমি তা নীল সুতা দিয়ে বেঁধে রাখবে; তা পাগড়ীর উপর সম্মুখ-ভাগেই থাকবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 এটিকে পাগড়ির সাথে জুড়ে রাখার জন্য এতে একটি নীল সুতো বেঁধে দিয়ো; এটি পাগড়ির সামনের দিকে থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 নীল সুতো দিয়ে এটিকে তুমি পাগড়ির সামনের দিকে বেঁধে দেবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 তুমি তাহা নীল সূত্রে বদ্ধ করিয়া রাখিবে; তাহা উষ্ণীষের উপরে থাকিবে, উষ্ণীষের সম্মুখভাগেই থাকিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 সোনার ফলকটিকে নীল ফিতেতে আবদ্ধ করবে। পাগড়ির ওপর চারিদিকে নীল ফিতে বাঁধা থাকবে। পাগড়ির সামনের দিকে থাকবে সোনার ফলকটি। অধ্যায় দেখুন |