যাত্রাপুস্তক 28:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 শিল্পকারের কর্মে বিচারার্থক বুকপাটা করিবে; এফোদের কর্মানুসারে করিবে; স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের দ্বারা তাহা প্রস্তুত করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 শিল্পীদের কাজে বিচার করার বুকপাটা তৈরি করবে; এফোদের কাজ অনুসারে করবে; সোনা এবং নীল, বেগুনে, লাল ও পাকানো সাদা মসীনা সুতার দ্বারা তা প্রস্তুত করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 “সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বুকপাটা গড়ে দিয়ো—যা হবে দক্ষ হস্তকলা। এটিকে এফোদের মতো করেই: সোনা, ও নীল, বেগুনি ও টকটকে লাল রংয়ের সুতো এবং মিহি পাকান মসিনা দিয়ে তৈরি কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তুমি একটি বুকপাটা তৈরী করবে, সেটি বুকের উপর ঝোলানো থাকবে ও বিচার নিষ্পত্তির জন্য ব্যবহৃত হবে। এফোদের মত এটিও হবে শিল্পকর্মশোভিত। সোনা এবং নীল, বেগুনী, লালা ও সাদা সূক্ষ্ম সুতো দিয়ে এটি তৈরী করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আর শিল্পকারের কর্ম্মে বিচারার্থক বুকপাটা করিবে; এফোদের কর্ম্মানুসারে করিবে; স্বর্ণ এবং নীল, বেগুনে, লাল ও পাকান সাদা মসীনা সূত্রের দ্বারা তাহা প্রস্তুত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 “মহাযাজকের জন্য বক্ষাবরণ তৈরী করবে। দক্ষ দর্জিরা এফোদের মতোই যত্ন করে বক্ষাবরণ তৈরী করবে। বক্ষাবরণ তৈরী হবে সোনার জরি, মসৃণ মসীনা কাপড় ও লাল, নীল, বেগুনী সুতো দিয়ে। অধ্যায় দেখুন |