যাত্রাপুস্তক 27:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 তুমি ফাঁপা করিয়া তক্তা দিয়া তাহা গড়িবে; পর্বতে তোমাকে যেরূপ দেখান গেল, লোকেরা সেইরূপে তাহা করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 তুমি ফাঁপা করে তক্তা দিয়ে তা তৈরি করবে; পর্বতে তোমাকে যেরকম দেখান হল, লোকেরা সেভাবে তা তৈরি করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 তক্তা দিয়ে, বেদিটি ফাঁপা করে তৈরি কোরো। এটি ঠিক সেভাবেই তৈরি করতে হবে যেমনটি পর্বতের উপরে তোমার কাছে প্রদর্শিত হয়েছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 বেদীর মধ্যভাগ ফাঁকা থাকবে। এই পর্বতে তোমাকে যে নকশা দেখানো হল সেই অনুযায়ী তুমি বেদী নির্মাণ করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 তুমি ফাঁপা করিয়া তক্তা দিয়া তাহা গড়িবে; পর্ব্বতে তোমাকে যেরূপ দেখান গেল, লোকেরা সেইরূপে তাহা করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 খালি ধারগুলিতে কাঠের তক্তা ব্যবহার করে বেদীটি একটি শূন্য সিন্দুকের আকারে বানাও। এবং পর্বতে আমি যেভাবে দেখালাম ঠিক সেইভাবেই বানাবে। অধ্যায় দেখুন |