Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 27:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 তদ্রূপ উত্তর পার্শ্বে একশত হস্ত দীর্ঘ যবনিকা হইবে, আর তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে। এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের হইবে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সেরকম উত্তর পাশে এক শত হাত লম্বা পর্দা হবে, আর তার বিশটি স্তম্ভ ও বিশটি চুঙ্গি ব্রোঞ্জের হবে। সেই স্তম্ভের আঁকড়া ও সমস্ত শলাকা রূপার হবে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 উত্তর দিকটিও 45 মিটার লম্বা হবে এবং সেখানে পর্দা, তথা কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত এবং খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও শিকল থাকবে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 উত্তর দিকেও এই রকম একশো হাত লম্বা একটি বেষ্টনী থাকবে। সেটা টাঙ্গানোর জন্য কুড়িটি খুঁটি এবং সেগুলির জন্য কুড়িটি পিতলের পায়া থাকবে। খুঁটিগুলির আঙটা ও শলাকা সবই রূপোর হবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 তদ্রূপ উত্তর পার্শ্বে এক শত হস্ত দীর্ঘ যবনিকা হইবে, আর তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে; এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের হইবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 উত্তরদিকেও একইভাবে 100 হাত লম্বা একটি পর্দার দেওয়াল থাকবে। এর জন্য অবশ্যই 20টি খুঁটি ও 20টি পিতলের ভিত্তি থাকবে। এই খুঁটিগুলির জন্য আংটাসমূহ ও পর্দার দণ্ডগুলি হবে রূপোর তৈরী।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 27:11
2 ক্রস রেফারেন্স  

তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে, এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের হইবে।


আর প্রাঙ্গণের প্রস্থের নিমিত্তে পশ্চিমদিকে পঞ্চাশ হস্ত যবনিকা ও তাহার দশটি স্তম্ভ ও দশটি চুঙ্গি হইবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন