যাত্রাপুস্তক 27:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তদ্রূপ উত্তর পার্শ্বে একশত হস্ত দীর্ঘ যবনিকা হইবে, আর তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে। এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 সেরকম উত্তর পাশে এক শত হাত লম্বা পর্দা হবে, আর তার বিশটি স্তম্ভ ও বিশটি চুঙ্গি ব্রোঞ্জের হবে। সেই স্তম্ভের আঁকড়া ও সমস্ত শলাকা রূপার হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 উত্তর দিকটিও 45 মিটার লম্বা হবে এবং সেখানে পর্দা, তথা কুড়িটি খুঁটি ও ব্রোঞ্জের কুড়িটি ভিত এবং খুঁটিগুলির উপরে রুপোর আঁকড়া ও শিকল থাকবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 উত্তর দিকেও এই রকম একশো হাত লম্বা একটি বেষ্টনী থাকবে। সেটা টাঙ্গানোর জন্য কুড়িটি খুঁটি এবং সেগুলির জন্য কুড়িটি পিতলের পায়া থাকবে। খুঁটিগুলির আঙটা ও শলাকা সবই রূপোর হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তদ্রূপ উত্তর পার্শ্বে এক শত হস্ত দীর্ঘ যবনিকা হইবে, আর তাহার বিংশতি স্তম্ভ ও বিংশতি চুঙ্গি পিত্তলের হইবে; এবং স্তম্ভের আঁকড়া ও শলাকা সকল রৌপ্যের হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 উত্তরদিকেও একইভাবে 100 হাত লম্বা একটি পর্দার দেওয়াল থাকবে। এর জন্য অবশ্যই 20টি খুঁটি ও 20টি পিতলের ভিত্তি থাকবে। এই খুঁটিগুলির জন্য আংটাসমূহ ও পর্দার দণ্ডগুলি হবে রূপোর তৈরী। অধ্যায় দেখুন |