যাত্রাপুস্তক 27:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 আর তুমি শিটীম কাষ্ঠ দ্বারা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ বেদি নির্মাণ করিবে। সেই বেদি চতুষ্কোণ এবং তিন হস্ত উচ্চ হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 আর তুমি শিটীম কাঠ দিয়ে পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া কোরবানগাহ্ তৈরি করবে। সেই কোরবানগাহ্টি চারকোনা বিশিষ্ট এবং তিন হাত উঁচু হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 “বাবলা কাঠ দিয়ে 1.4 মিটার উঁচু একটি বেদি নির্মাণ কোরো; এটি যেন 2.3 মিটার লম্বা ও 2.3 মিটার চওড়া বর্গাকার হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 তুমি শিটিম কাঠের একটি বেদী নির্মাণ করবে। এটি হবে সমচতুর্ভূজ পাঁচ হাত লম্বা, পাঁচ হাত চওড়া এবং এর উচ্চতা হবে তিন হাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 আর তুমি শিটীম কাষ্ঠ দ্বারা পাঁচ হস্ত দীর্ঘ, পাঁচ হস্ত প্রস্থ বেদি নির্ম্মাণ করিবে। সেই বেদি চতুষ্কোণ এবং তিন হস্ত উচ্চ হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 প্রভু মোশিকে বললেন, “বাবলা কাঠের একটি বেদী বানাবে। বেদীখানা হবে চৌকো আকারের। বেদীটি উচ্চতায় হবে 3 হাত, লম্বায় হবে 5 হাত এবং চওড়ায় হবে 3 হাত। অধ্যায় দেখুন |