যাত্রাপুস্তক 26:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 প্রথম যবনিকাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে, এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করিয়া দিবে; সেই দুইটি ঘুণ্টিঘরা শ্রেণী পরস্পর সম্মুখীন হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 প্রথম পর্দাতে পঞ্চাশটি ঘুণ্টিঘরা করে দেবে এবং জোড়ার স্থানে দ্বিতীয় পর্দার কিনারায়ও পঞ্চাশটি ঘুণ্টিঘরা করে দেবে; সেই দু’টি ঘুণ্টিঘরা শ্রেণী পরসপর সম্মুখীন হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 একটি পর্দায় পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো এবং অন্য পাটি পর্দাতেও কিনারা ধরে ধরে পঞ্চাশটি ফাঁস তৈরি কোরো, যেন ফাঁসগুলি পরস্পরের বিপরীত দিকে থাকে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 প্রথম প্রস্থ পর্দার প্রথমটিতে পঞ্চাশটি ছিদ্র এবং দ্বিতীয় প্রস্থ পর্দার শেষেরটিতে ফাঁস থাকবে। ঐ ফাঁসগুলি পরস্পরের মুখোমুখি থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 প্রথম যবনিকাতে পঞ্চাশ ঘুন্টিঘরা করিয়া দিবে; এবং যোড়স্থানের দ্বিতীয় যবনিকার মুড়াতেও পঞ্চাশ ঘুন্টিঘরা করিয়া দিবে; সেই দুই ঘুন্টিঘরাশ্রেণী পরস্পর সম্মুখীন হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 দুই ভাগের শেষ পর্দা দুটিতে 50টি নীল কাপড়ের ঝালর থাকবে। অধ্যায় দেখুন |