যাত্রাপুস্তক 26:37 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)37 আর সেই পর্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটি স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচটি চুঙ্গি ঢালিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস37 আর সেই পর্দার জন্য শিটীম কাঠের পাঁচটি স্তম্ভ তৈরি করে সোনা দিয়ে মোড়াবে ও সোনা দিয়ে তার আঁকড়া প্রস্তুত করবে এবং তার জন্য ব্রোঞ্জের পাঁচটি চুঙ্গি ঢালবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ37 এই পর্দাটির জন্য সোনার আঁকড়া এবং সোনায় মোড়া বাবলা কাঠের পাঁচটি খুঁটিও তৈরি কোরো। আর এগুলির জন্য ব্রোঞ্জের পাঁচটি ভিত ঢালাই করে দিয়ো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)37 পর্দাটি টাঙ্গানোর জন্য শিটিম কাঠের পাঁচটি খুঁটি তৈরী করবে এবং সেগুলি সোনা দিয়ে মুড়বে। সেগুলির জন্য সোনার আঙটা এবং পাঁচটি পিতলের খাপ তৈরী করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)37 আর সেই পর্দ্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটী স্তম্ভ নির্ম্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে, এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচ চুঙ্গি ঢালিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল37 এই পর্দা টাঙানোর জন্য সোনার আংটা বানাবে। এবং বাবলা কাঠের পাঁচটি খুঁটি বানাবে। সেগুলিও সোনার পাতে মোড়া থাকবে। পাঁচটি খুঁটির পায়া পিতল দিয়ে বানাবে।” অধ্যায় দেখুন |