Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 26:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 আর তুমি শিটীম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 আর তুমি শিটীম কাঠের অর্গল প্রস্তুত করবে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 “এছাড়াও বাবলা কাঠ দিয়ে অর্গল তৈরি কোরো: সমাগম তাঁবুর একদিকের কাঠামোগুলির জন্য পাঁচটি,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26 তুমি শিটিম কাঠের খিল তৈরী করবে। শিবিরের একদিকের কাঠামোর জন্য পাঁচটি খিল এবং

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 আর তুমি শিটীম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 “পবিত্র তাঁবুর কাঠামোগুলি জোড়া লাগানোর জন্য বাবলা কাঠ ব্যবহার করবে। পবিত্র তাঁবুর প্রথম দিকে পাঁচটি জোড়া তক্তা থাকবে।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 26:26
11 ক্রস রেফারেন্স  

কিন্তু সেই মস্তক ধারণ করে না, যাঁহা হইতে সমস্ত দেহ, গ্রন্থি ও বন্ধন দ্বারা পরিপুষ্ট ও সংসক্ত হইয়া, ঈশ্বরীয় বৃদ্ধিতে বৃদ্ধি পাইতেছে।


যিনি মস্তক, তিনি খ্রীষ্ট, তাঁহা হইতে সমস্ত দেহ, প্রত্যেক সন্ধি যে উপকার যোগায়, তদ্দ্বারা যথাযথ সংলগ্ন ও সংযুক্ত হইয়া প্রত্যেক ভাগের স্ব স্ব পরিমাণানুযায়ী কার্য অনুসারে দেহের বৃদ্ধি সাধন করিতেছে, আপনাকেই প্রেমে গাঁথিয়া তুলিবার জন্য করিতেছে।


কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত, যেন দুর্বলদের দুর্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি।


আর সমাগম-তাম্বুতে তাহাদের সমস্ত সেবাকর্ম সম্বন্ধীয় এই ভার তাহাদের বহনীয় হইবে; আবাসের তক্তা সকল, সেই সকলের অর্গল, স্তম্ভ ও চুঙ্গি,


আর মরারির সন্তানগণ এই সকলের রক্ষায় নিযুক্ত হইল; আবাসের তক্তা, অর্গল, স্তম্ভ, চুঙ্গি ও তাহার সমস্ত দ্রব্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত সেবাকর্ম,


ও পরিশোধিত মেষচর্ম, তহশ চর্ম, ও শিটীম কাষ্ঠ;


তক্তা আটখানা হইবে, ও সেইগুলির রৌপ্যের চুঙ্গি ষোলটি হইবে; এক তক্তার নিচে দুই চুঙ্গি ও অন্য তক্তার নিচে দুই চুঙ্গি থাকিবে।


আবাসের এক পার্শ্বের তক্তাতে পাঁচটি অর্গল ও আবাসের অন্য পার্শ্বের তক্তাতে পাঁচটি অর্গল, এবং আবাসের পশ্চিমদিকের পশ্চাৎভাগের তক্তাতে পাঁচটি অর্গল দিবে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন