Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 25:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 ও পরিশোধিত মেষচর্ম, তহশ চর্ম, ও শিটীম কাষ্ঠ;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 ও পরিশোধিত ভেড়ার চামড়া, শুশুকের চামড়া ও শিটীম কাঠ;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 লাল রং করা মেষের ছাল এবং অন্য এক ধরনের টেকসই চামড়া; বাবলা কাঠ;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 ভেড়ার পাকানো চামড়া, শুশুকের চামড়া, শিটিম কাঠ,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 ও রক্তীকৃত মেষচর্ম্ম, তহশ চর্ম্ম, ও শিটীম কাষ্ঠ;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 মেষের লাল রঙের চামড়া, মসৃণ চামড়া, বাবলা কাঠ,

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 25:5
12 ক্রস রেফারেন্স  

পরে তিনি আবাসের জন্য শিটীম কাষ্ঠের দাঁড় করান তক্তা সকল নির্মাণ করিলেন।


আর সেই পর্দার নিমিত্তে শিটীম কাষ্ঠের পাঁচটি স্তম্ভ নির্মাণ করিয়া স্বর্ণে মুড়িবে, ও স্বর্ণ দ্বারা তাহার আঁকড়া প্রস্তুত করিবে এবং তাহার নিমিত্তে পিত্তলের পাঁচটি চুঙ্গি ঢালিবে।


আর তুমি শিটীম কাষ্ঠের অর্গল প্রস্তুত করিবে,


এবং নীল, বেগুনে, লাল এবং সাদা মসীনা সূত্র ও ছাগলোম;


দীপার্থ তৈল, অভিষেকার্থ তৈলের ও সুগন্ধি ধূপের নিমিত্তে গন্ধদ্রব্য;


এবং পরিশোধিত মেষচর্ম ও তহশ চর্ম, শিটীম কাষ্ঠ,


আর যাহাদের নিকটে নীল, বেগুনে, লাল, ও সাদা মসীনা সূত্র, ছাগলোম, পরিশোধিত মেষচর্ম ও তহশ চর্ম ছিল, তাহারা প্রত্যেকে তাহা আনিল।


পরে পরিশোধিত মেষচর্মে তাম্বুর একটি ছাদ, আবার তাহার উপরে তহশচর্মের একটি ছাদ প্রস্তুত করিলেন।


পরিশোধিত মেষ-চর্মনির্মিত ছাদ, তহশ-চর্মনির্মিত ছাদ ও ব্যবধানের তিরস্করিণী,


তাহাতে আমি শিটীম কাষ্ঠের এক সিন্দুক নির্মাণ করিলাম, এবং প্রথমবারের ন্যায় দুইখান প্রস্তরফলক তক্ষণ করিয়া সেই দুইখান প্রস্তরফলক হস্তে লইয়া পর্বতে উঠিলাম।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন